IQNA

সন্ত্রাসী হামলার পেছনে কয়েকটি দেশের গুপ্তচর সংস্থা রয়েছে : সর্বোচ্চ নেতা

15:52 - February 14, 2019
সংবাদ: 2607934
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, সন্ত্রাসী হামলার পেছনে রয়েছে আঞ্চলিক ও আন্তর্জাতিক কয়েকটি দেশের গুপ্তচর সংস্থা। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় ২৭ জন সেনা শহীদ ও ১৩ জন আহত হওয়ার পর একথা বললেন।

 

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ‌এক বিবৃতিতে আজকের (বৃহস্পতিবার) এ হামলার কঠোর নিন্দা করেন সর্বোচ্চ নেতা। হামলায় শহীদ ও আহত সেনাদের জন্য তিনি শোক এবং সমবেদনা জানান।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানকে দ্রুত ও আন্তরিকভাবে হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন আয়াতুল্লাহ খামেনেয়ী। তিনি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক কয়েকটি গুপ্তর সংস্থাকে বিবেচনায় রেখে হামলার বিষয়টি নিয়ে কাজ করতে হবে।

সন্ত্রাসী গোষ্ঠী জেইশে জুলম ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। এই গোষ্ঠীটি সালাফি ও ওহাবি মতবাদে বিশ্বাসী এবং সিরিয়ার তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি এ গোষ্ঠীটির সমর্থন ও সহযোগিতা রয়েছে। এ গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের সম্পর্ক রয়েছে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়।iqna

 

captcha