IQNA

রাশিয়ায় “ইসলাম রহমত ও শান্তির বার্তা” শীর্ষক সম্মেলন

17:34 - February 14, 2019
সংবাদ: 2607938
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার মস্কো ও গ্রোজনি শহরে চেচনিয়া প্রজাতন্ত্রের মুসলিম ধর্মীয় বিভাগের পক্ষ থেকে “ইসলাম রহমত ও শান্তির বার্তা” শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত শীর্ষক সম্মেলন রাশিয়ার এই দুই শহরের ২৮ থেকে ৩০শে মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

“ইসলাম, রহমত ও শান্তির বার্তা” শীর্ষক সম্মেলনটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থনে এবং ইসলামিক ওয়ার্ল্ড অ্যালায়েন্স, সংস্কৃতির সুরক্ষা বিষয়ক রাশিয়ান অর্থোডক্স ফান্ড, শিয়ার প্রেসিডেন্ট অফিসের আওতাধীন ইসলামী বিজ্ঞান ও শিক্ষা বিভাগ, চেচনিয়ার “আহমেদ হাজি ক্বাদিরোভ নামক আঞ্চলিক সামাজিক তহবিল  সহযোগিতায় অনুষ্ঠিত হবে।

চেচনিয়ার মুফতির উপদেষ্টা তুরকু দাদোভ এ ব্যাপারে বলেন: চেচেন প্রজাতন্ত্রের মুফতি ‌ও স্বায়ত্তশাসিত এই প্রজাতন্ত্রের মুসলিম প্রশাসন প্রধান সালাহউদ্দিন মোঝিইফ এবং ইসলামী বিশ্ব ইউনিয়নের মহাসচিব মুহাম্মদ আব্দুল করিম ঈসা পরস্পারিক আলোচনা করে উক্ত শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সময় ও স্থান নির্ধারণ করেছেন। “ইসলাম, রহমত ও শান্তির বার্তা” শীর্ষক সম্মেলনটি রাশিয়ার রাজধানী মস্কোয় উদ্বোধন করা হবে এবং চেচেন প্রজাতন্ত্রের রাজধানী গ্রোজনি শহরে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

রাশিয়া সহকারে বিশ্বের অন্যান্য দেশের বিভিন্ন ধর্মের নেতা ও গবেষকদের অংশগ্রহণ করার জন্য নিমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। উক্ত শীর্ষক সম্মেলনের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে, «ইসলামের সহাবস্থান ও নীতিমালা», «রাশিয়ান মুসলিম এবং শান্তির সমাজ», «সন্ত্রাসবাদ ও চরমপন্থা» এবং «মুসলমান এবং সভ্যতার প্রবৃত্তি»। iqna

 

 

captcha