IQNA

অস্ট্রিয়ায় মসজিদ বন্ধের সিদ্ধান্ত বাতিল

14:15 - February 16, 2019
সংবাদ: 2607948
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি অস্ট্রিয়ায় সরকারের সেদেশর ৬টি মসজিদ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তবে ভিয়েনার একটি আদালত সরকারের এই সিদ্ধান্তকে আইল লঙ্ঘন হিসেব অবিহিত করে সিদ্ধান্তকে বাতিল বলে ঘোষণা দিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সরকার ছয়টি মসজিদ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ভিয়েনার আদালত সরকারের সেই সিদ্ধান্ত বাতিল করে দেয়। তিনি আরো বলেন, বিভিন্ন সময়ে উল্লেখযোগ্য ইস্যুতে আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বিদ্যমান সমস্যা সমাধান ও সংশোধনের জন্য যথেষ্ট সময় প্রদান ছাড়াই মসজিদ বন্ধকের দেওয়ার সিদ্ধান্ত বৈধ হবে না বলে জানিয়েছে এই আদালত।

অস্ট্রিয়ার সরকার গতবছরের জুন মাসে চরমপন্থা ছড়িয়ে দেওয়ার অভিযোগে সেদেশের বেশ কয়েকটি মসজিদ বন্ধ করার আদেশ দেয়।

অস্ট্রিয়ায় সাম্প্রতিক বছরগুলিতে, ইসলামফোবিয়ার বিস্তারের পাশাপাশি হিজাব নিষিদ্ধ এবং মসজিদ বন্ধ করার মতো বিষয়গুলো সংবাদপত্রের শিরোনামে পরিণত হয়েছে। iqna

 

 

captcha