IQNA

তুরস্কে টেলিফোনের মাধ্যমে কুরআন প্রশিক্ষণ

0:30 - February 18, 2019
সংবাদ: 2607961
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের কাউনিয়া প্রদেশের দারুল আফতা’র পক্ষ থেকে টেলিফোনের মাধ্যমে কুরআন প্রশিক্ষণের পদ্ধতি চালু করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: এখন থেকে তুরস্কের নাগরিকগণ দারুল আফতায় টেলিফোন করে তাদের কুরআন তিলাওয়াত সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান সম্পর্কে অবগত হতে পারবে।
কাউনিয়া প্রদেশর দারুল আফতা্ এই প্রকল্পটি চালু করেছে। এরমধ্যে তুরস্ক সহকারে বিদেশ থেকে টেলিফোনে যোগাযোগ করে কুরআনিক সেবা গ্রহণ করতে পারবে।
প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত তিন হাজার ব্যক্তি টেলিফোন করে কুরআন তিলাওয়াত শিক্ষা অর্জন করেছেন। পর্যাপ্ত সময়ের অভাবে যারা কুরআন তিলাওয়াত শিক্ষা কোর্সে অংশগ্রহণ করাতে পারছে না তাদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। iqna

captcha