IQNA

শত্রুরা ইরানি জনগণের ক্ষতি করতে পারবে না: সর্বোচ্চ নেতা

20:38 - February 18, 2019
সংবাদ: 2607966
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইসলামি বিপ্লবের ৪০তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে কোটি কোটি মানুষের অংশগ্রহণের মধ্যদিয়ে একথা প্রমাণিত হয়েছে যে, শত্রুরা ইরানি জনগণের ক্ষতি করতে পারবে না।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তিনি আজ (সোমবার) বলেন, “শত্রুরা কোটি জনতার এই অংশগ্রহণের কথা অস্বীকার করতে পারে কিন্তু তারা জানে ও বোঝে যে, জনগণ যতক্ষণ পর্যন্ত এভাবে দেশকে আগলে রাখবে ততক্ষণ পর্যন্ত শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না।”

১৯৭৮ সালের ১৮ ফেব্রুয়ারি তাবরিজ গণ-অভ্যুত্থানের বার্ষিকীতে এক সমাবেশে দেয়া বক্তৃতায় সর্বোচ্চ নেতা আরো বলেন, যতক্ষণ পর্যন্ত জনগণ ও সত্য ও মূল্যবোধ ধরে রাখবে এবং এবং নিজেদেরকে রক্ষার চেষ্টা করবে ততক্ষণ পর্যন্ত তারা আল্লাহর সহযোগিতা পাবে। এ সময় তিনি গত সপ্তাহে বিপ্লব বার্ষিকীর মিছিল-সমাবেশে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা তুলে ধরেন।

ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, “এ ধরনের ঘটনা আমাদেরকে অবশ্যই সতর্ক করবে।” তিনি বলেন, ইরানের কর্মকর্তাদেরকে শত্রু-মিত্র চিহ্নিত করতে হবে এবং কোনো মতেই শত্রুদের দ্বারা প্রতারিত হলে চলবে না। কখনো শত্রুরা দাঁত বের করে, কখনো ঘুষি মারে আবার কখনো হাসে। এগুলোর কোনোটিরই মধ্যে পার্থক্য নেই; এমনকি তাদের হাসির মধ্যে শত্রুতা লুকিয়ে থাকে।”

সর্বোচ্চ নেতা বলেন, আমেরিকার শত্রুতা খোলামেলা, ইউরোপীয়রাও আজ প্রতারণা করছে।” iqna

 

captcha