IQNA

মিশরে কুরআন হেফজ প্রতিযোগিতা

22:04 - February 19, 2019
সংবাদ: 2607970
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের সিনাই প্রদেশের গভর্নর “মুহাম্মাদ আব্দুল ফুজাইল সাভিশা” উক্ত প্রদেশে কুরআন হেফজ প্রতিযোগিতার অনুষ্ঠানের জন্য অনুমোদন দিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: সিনাইয়ের উত্তরাঞ্চলের এন্ডাউমেন্ট অফিসের মহাপরিচালক শেইখ মুহাম্মাদ আল-য়াশ এ ব্যাপারে বলেছেন: উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ৩য় মার্চ থেকে শুরু হতে যাচ্ছে এবং টানা ২৮শে মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে। সম্পূর্ণ কুরআন হেফজ সাড়ে ২২ পারা পর্যন্ত কুরআন হেফজ, ১৫ পারা পর্যন্ত কুরআন হেফজ এবং এক পারা কুরআন হেফজ বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন: প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করবেন এই প্রদেশর দক্ষ ক্বারি ও হাফেজগণ।

শেইখ মুহাম্মাদ আল-য়াশ বলেন: প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে মূল্যবান পুরস্কার বিতরণ করা হবে। ১০ জনকে সম্পূর্ণ কুরআন হেফজ, ১৫ জনকে সাড়ে ২২ পারা পর্যন্ত কুরআন হেফজ, ১৫ জনকে ১৫ পারা পর্যন্ত কুরআন হেফজ এবং ২০ জনকে এক পারা কুরআন হেফজ বিভাগের জন্য শীর্ষ স্থানীয় হিসেবে নির্বাচন করা হবে। উত্তীর্ণদের ২৫শে এপ্রিলে জাতীয় উৎসবের দিনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হবে।  iqna

 

 

       

captcha