IQNA

ধ্বংস করা হল সিরিয়ার উত্তরাঞ্চলে দায়েশের সর্বশেষ ঘাটি

22:32 - February 19, 2019
সংবাদ: 2607971
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় মানবাধিকার ওয়াচ ঘোষণা করেছে: সিরিয়ার কাসাদ নামে প্রসিদ্ধ ডেমোক্র্যাট দলের সদস্যরা সেদেশের উত্তরাঞ্চলীয় ফুরাত এলাকায় দায়েশের সর্বশেষ ঘাটি দখল করতে সক্ষম হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সিরিয়ায় মানবাধিকার ওয়াচ ১৬ই ফেব্রুয়ারি ঘোষণা করেছে: সিরিয়ার ডেমোক্র্যাট দল কাসাদের সদস্যরা সেদেশের উত্তরাঞ্চলীয় ফুরাত এলাকায় দায়েশের সর্বশেষ ঘাটিতে হামলা করে ঘটিটি দখল করেছে।

প্রতিবেদন অনুযায়ী, হামলা সময় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের অনেক সদস্য দেইর আজ-জোরের বাগুয এলাকা থেকে পলিয়ে গিয়েছে। কাসাদের সদস্যরা পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের খুঁজে বের করার চেষ্টা করছে।

ডেমোক্র্যাট দল কাসাদের সেনার গুরুত্বারোপ করে বলেছে: এখনও সিরিয়ার পূর্বাঞ্চলে দায়েশের সর্বশেষ ঘাটিতে বেশ কিছু বেসামরিক ব্যক্তি রয়েছে।

http://iqna.ir/fa/news/3790522

 

captcha