IQNA

থাইল্যান্ডে মুসলিম ব্রাদারহুডের চারজন সিনিয়র সদস্য গ্রেপ্তার

10:30 - March 09, 2019
সংবাদ: 2608088
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের এয়ারপোর্ট থেকে মিশরের মুসলিম ব্রাদারহুড আন্দোলনের চারজন সিনিয়র সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মিশরের মুসলিম ব্রাদারহুডের নেতারা থই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সেদেশের সরকারের নিকটে আটককৃত মুসলিম ব্রাদারহুড এই চারজন সিনিয়র নেতাকে মিশরের সরকারের নিকটে হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন।

কিছু সূত্র জানিয়েছে, মুসলিম ব্রাদারহুডের নেতারা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, সরকারের মুখপাত্র এবং সেদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করে এই দলের যে সিনিয়র চার নেতা থাইল্যান্ডে গিয়েছে, তাদের বহিষ্কার না করার জন্য আহ্বান জানিয়েছেন।

বন্দি এই চার নেতার মধ্যে একজনের স্ত্রী বলেছেন, এই চারজনকে ব্যাংককের এয়ারপোর্ট থেকে আটক করা হয়েছে।

কিছু সমস্যা থাকার কারণে মিশরের নিরাপত্তা বাহিনী এই চারজনকে খুঁজে বেড়াচ্ছিল। বুধবার মালয়েশিয়া থেকে বহিষ্কার হওয়ার পর মিশরের উদ্দেশ্যে তারা রওনা হয়েছিল। তবে তারা বর্তমানে থাইল্যান্ডে রয়েছে এবং থাই সরকার তাদেরকে সেদেশ থেকে বহিষ্কার ও মিশরের সরকারের নিকট হস্তান্তর করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। iqna

 

captcha