IQNA

ইরাকে দায়েশের ৭ সন্ত্রাসী গ্রেফতার

22:27 - March 11, 2019
সংবাদ: 2608106
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের নিরাপত্তা বাহিনী তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ৭ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। সম্প্রতি সিরিয়া থেকে ইরাকে এসকল সন্ত্রাসী প্রবেশ করলে সেদেশের নিরাপত্তা বাহিনীর হাতে বন্দি হয় তারা।

বার্তা সংস্থা ইকনা: ইরাকী সেনাবাহিনীর তথ্য বিভাগ ঘোষণা করেছে, দায়েশের এই ৭ সন্ত্রাসী জাল পরিচয়পত্র ও শনাক্তকরণ কার্ড নিয়ে ইরাকে প্রবেশ করেছিল। এসকল সন্ত্রাসীদের মুসলের পশ্চিমাঞ্চলীয় রাবিয়া এলাকা থেকে আটক করা হয়েছে।

সেনাবাহিনীর তথ্য বিভাগ আরও জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জন দায়েশ তথা আইএসের সিনিয়র সদস্য এবং তারা দায়েশের আদালতের সৈনিক হিসেবে বিভিন্ন ধরণের কার্যক্রম পরিচালনা করেছে। গ্রেফতারকৃত এসকল সন্ত্রাসীদের এন্টি সন্ত্রাসবাদ আইনের চতুর্থ অনুচ্ছেদের অধীনে বিচার করা হবে।

ইরাকে এই সন্ত্রাসী দলের আধিপত্য শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই দলের কত জন সন্ত্রাসী গ্রেফতার হয়েছে তার সঠিক কোন পরিসংখ্যান নেই। তবে ধারণা করা হচ্ছে এ পর্যন্ত প্রায় এই সন্ত্রাসী দলের ১ হাজার জন গ্রেফতার হয়েছে।

ইরাকে দায়েশের স্ব-ঘোষিত খেলাফতের পতন ২০১৭ সালে ঘটলেও এই সন্ত্রাসী দলের সদস্যরা সেদেশের বিভিন্ন স্থানে লুকিয়ে রয়েছে এবং তারা মাঝে মধ্যেই সন্ত্রাসীমূলক কার্যক্রম চালাচ্ছে। iqna

 

 

captcha