IQNA

9:45 - March 12, 2019
সংবাদ: 2608110
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ইরাকের রাজধানী বাগদাদের কাযেমাইন শহরে অবস্থিত ইমাম কাযেম (আ.) এবং ইমাম জাওয়াদ (আ.)এর পবিত্র মাযার জিয়ারত করেছেন।

বার্তা সংস্থা ইকনা: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সোমবার থেকে তিনদিনের ইরাক সফর শুরু করেছেন। ২০১৩ সালে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি বাগদাদ সফরে গেলেন।
এমন সময় এ সফর অনুষ্ঠিত হচ্ছে যখন মার্কিন সরকার ইরাক ও ইরানের সম্পর্কে ফাটল ধরানোর সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। সেইসঙ্গে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমানোর জন্যও চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন।
কাযেমাইন শহরে অবস্থিত ইমাম কাযেম (আ.) এবং ইমাম জাওয়াদ (আ.)এর পবিত্র মাযার জিয়ারত করার পর তিনি সেখানে তিনি নামাজ আদায় করেন এবং আধ্যাত্মিকপূর্ণ জিয়ারতনামা পাঠ করেন। iqna

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: