IQNA

ইয়েমেনে সৌদি হামলায় ৩০ বেসামরিক ব্যক্তি নিহত; হিজবুল্লাহর প্রতিবাদ

9:58 - March 12, 2019
সংবাদ: 2608111
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা কার্যত ইয়েমেনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ইয়েমেনের হাজ্জাহ প্রদেশের কুশার এলাকায় সৌদি হামলায় ৩০ জন বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার প্রতিক্রিয়ায় সংগঠনটি এ কথা বলেছে।

বার্তা সংস্থা ইকনা: হিজবুল্লাহর বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি জোট ইয়েমেনের জনগণের ওপর বর্বর হামলা অব্যাহত রেখেছে। কিন্তু এরপরও আন্তর্জাতিক সংগঠনগুলোর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া ও প্রতিবাদ জানানো হচ্ছে না। ইয়েমেনে সৌদি বর্বরতা বন্ধে অবিলম্বে আন্তর্জাতিক সমাজের পদক্ষেপ দাবি করেছে হিজবুল্লাহ। 

গত রোববার হাজ্জাহ প্রদেশের কুশার এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর ফলে অন্তত ৩০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। 

২০১৫ সাল থেকে দরিদ্র দেশ ইয়েমেনের ওপর আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব। আর এতে সমর্থন ও সহযোগিতা দিচ্ছে আমেরিকা ও ব্রিটেনসহ পাশ্চাত্য এবং আঞ্চলিক কয়েকটি দেশ। পার্সটুডে

captcha