IQNA

আমেরিকায় হিজাব প্রচারণার বিলবোর্ডের ব্যাপক স্বাগত

22:06 - March 12, 2019
সংবাদ: 2608118
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস শহরের একটি মুসলিম সংগঠন সাধারণ মানুষকে হিজাব সম্পর্কে ধারণা দিতে প্রায় এক সপ্তাহ পূর্বে একটি বিলবোর্ড স্থাপন করেছে। এই বিলবোর্ডটি স্থাপনের পর হিজাব সম্পর্কে জানার জন্য এ পর্যন্ত অনেকই এই সংগঠনে ফোন দিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকার ডালাস জোনের স্বেচ্ছাসেবী রুমান সাদিক এ ব্যাপারে বলেন: ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর আমেরিকার Reunion Tower-এ এক হিজাবী নারীর ওপর হামলা চালানো হয়। এরপর আমর এমন একটি প্রচারণার সিদ্ধান্ত গ্রহণ করি এবং এক সপ্তাহ পূর্বে এই বিলবোর্ডটি স্থাপন করি।

হিজাব সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দিতে এবং রাজনীতি ও মিডিয়ার কারণে ইসলাম সম্পর্কে জনমনে ছড়িয়ে পড়া ভুল মনোভাব দূর করতে বিলবোর্ডের মাধ্যমে প্রচারণা শুরু করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস শহরে একটি মুসলিম সংগঠন।

মূলত হিজাব ক্যাম্পেইনের অংশ হিসেবে ডালাসে ছয়টি বিলবোর্ড প্রদর্শিত হচ্ছে।

আগ্রহীরা ইসলাম ও হিজাব সম্পর্কে প্রশ্ন করার জন্য বিলবোর্ডে ফোন নম্বরও যোগ করে দেওয়া হয়েছে। যা অমুসলিমদের মনে প্রভাব ফেলছে এবং ইসলাম সম্পর্কে তাদের আগ্রহী করে তুলছে।

রুমান সাদিক এ প্রসঙ্গে আরও বলেন, মুসলিম নারীদের জন্য প্রকাশ্যে পর্দাবৃত হয়ে বের হওয়াটা কঠিন হয়ে পড়ছে। শিক্ষা প্রতিষ্ঠান, সুপারমার্কেট ও খেলাধুলার বিভিন্ন উন্মুক্ত স্থানে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। হিজাব ইসলামে একটি আবশ্যিক পরিধেয়-বিধান।

শুধু ধর্মীয় সংশ্লিষ্টতা বোঝানোর জন্য এটি নির্দিষ্ট কোনো চিহ্ন নয়। হিজাবকে নারীর ক্ষমতায়ন ও সম্মানের প্রতীক হিসেবে উপস্থাপনই সংগঠনটির লক্ষ্য। এছাড়াও যারা বিচার করে সমাজের মধ্যে নারীর সাফল্য লাভের জন্য কি পোশাক পরা উচিত, এটি অপরিচিতদের বিচার থেকে মুক্তির এক পন্থা। মুসলিম নারীদের শালীনতা রক্ষার অংশ হিসেবেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। iqna

 

 

 

captcha