IQNA

আয়াতুল্লাহ সিস্তানির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

19:33 - March 13, 2019
সংবাদ: 2608122
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আজ ইরাকের শীর্ষ আলেম আয়াতুল্লাহ আলী সিস্তানির সঙ্গে বৈঠক করেছেন। তাদের মধ্যে ধর্মীয় বিষয়ের পাশাপাশি নানা ইস্যুতে মত বিনিময় হয়েছে। নাজাফে আমিরুল মুমিনিন হজরত আলী (আ.) এর মাজার জিয়ারত শেষে তিনি আয়াতুল্লাহ সিস্তানির দপ্তরে যান।

বার্তা সংস্থা ইকনা: গত সোমবার থেকে তিন দিনের ইরাক সফর শুরু করেছেন রুহানি। আজ তার সফরের তৃতীয় ও শেষ দিন। রুহানির তিন দিনের সফরের সময় দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে পাঁচটি সমঝোতা স্মারক বা এমওইউ সই হয়েছে।

স্বাস্থ্যসেবা ও তেল শিল্পখাতে সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে তেহরান ও বাগদাদ। একইসঙ্গে দু’দেশ ইরানের দক্ষিণাঞ্চলীয় শালামচে শহর ও ইরাকের বসরা নগরীর মধ্যে রেল যোগাযোগ স্থাপনে সম্মত হয়েছে।

এ ছাড়া, ইরাক ও ইরান সরকার দু’দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ভিসা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে যা আগামী মাস থেকে কার্যকর হবে। আরেকটি সমঝোতা স্মারক অনুযায়ী ইরানের শিল্প, বাণিজ্য ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে ইরাকের বাণিজ্য মন্ত্রণালয় দ্বিপক্ষীয় ব্যবসার সুযোগসুবিধা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে।  iqna

আয়াতুল্লাহ সিস্তানির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক

captcha