IQNA

উইঘুর সম্প্রদায়ের মুসলিম মেয়েদেরকে অমুসলিমদের সাথে বিয়ে করতে বাধ্য করা হচ্ছে

21:03 - March 13, 2019
সংবাদ: 2608124
আন্তর্জাতিক ডেস্ক: চীনা সরকার সেদেশের উইঘুর সম্প্রদায়ের মুসলমানদের বিরুদ্ধে দমন নীতিগুলো অব্যাহত রেখে, এই সম্প্রদায়ের মুসলিম মেয়েদেরকে অমুসলিমদের সাথে বিয়ে করতে বাধ্য করছে।

বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি উইঘুরের টুইটার ব্যবহারকারীরা একটি ভিডিও সম্প্রচার করেছে। ভিডিওতে দেখা যায় যে, চীনের সরকার উইঘুর সম্প্রদায়ের মুসলিম মেয়েদেরকে অমুসলিমদের সাথে বিয়ে করতে বাধ্য করছে।

ভিডিওটি প্রকাশের সাথে সাথে টুইটার ব্যবহারকারীরা লিখেছেন: "উইঘুর সম্প্রদায়ের এই মুসলিম মেয়ের সাথে চীনের এই অমুসলিম ব্যক্তির জোরপূর্বক বিবাহ"। এই ঘটনার বিবরণ অস্পষ্ট, তবে চীনের সরকারী কর্মকর্তা কর্তৃক অমুসলিম ব্যক্তির সাথে মুসলিম মেয়ের জোরপূর্বক বিবাহের বিষয়টি সর্বত্র ছড়িয়ে পরেছে।

টুইটার ব্যবহারকারীরা আরও লিখেছেন: চীনের সরকার উইঘুর সম্প্রদায়ের জনসংখ্যা কমাতে এই সম্প্রদায়ের মধ্যে অভ্যন্তরীণ বিয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে। iqna

 

 

 

captcha