IQNA

শত্রুর হুমকির মুখে সর্বোচ্চ যুদ্ধপ্রস্তুতি নিতে হবে: সর্বোচ্চ নেতা

18:47 - March 14, 2019
সংবাদ: 2608126
আন্তর্জাতিক ডেস্ক ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইল তাদের সমস্ত শক্তি দিয়ে ইরানি জাতির বিরুদ্ধে শত্রুতামূলক প্রচারণা চালাচ্ছে; শত্রুর এসব হুমকির মুখে ইরানকে সর্বোচ্চ যুদ্ধ-প্রস্তুতি নিতে হবে।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আজ (বৃহস্পতিবার) ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে সর্বোচ্চ নেতা এসব কথা বলেন।

তিনি আমেরিকা ও ইসরাইলের নাম নিয়ে বলেন, এই দুই শত্রু ইরানি জনগণের বিরুদ্ধে তাদের সম্পদ ও সক্ষমতা নিয়োগ করেছে। আর পাশ থেকে ইউরোপ ও পশ্চিমা অন্য দেশগুলো ইরানের সঙ্গে শত্রুতা করছে।

ইরানের বিরুদ্ধে আমেরিকার সর্বকালের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, “তারা ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ প্রচারণা চালাচ্ছে কিন্তু আমরা যদি আমাদের সম্পদ ও সক্ষমতা নিয়োগ করি তাহলে ইনশাল্লাহ তাদের জন্য মারাত্মক পরাজয় দেখা দেবে।” iqna

captcha