IQNA

সিরিয়ায় দায়েশের তিনটি আত্মঘাতী হামলা

19:30 - March 17, 2019
সংবাদ: 2608144
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার পূর্বাঞ্চলীয় বাগুয এলাকায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ একসাথে তিনটি আত্মঘাতী হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের এই হামলার ফলে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার গণতান্ত্রিক বাহিনী কাসাদের মুখপাত্র জিয়াকার আমদা ঘোষণা করেছেন: বাগুয এলাকা থেকে এক পরিবারের সাথে এক সন্ত্রাসী একত্রিত হয়ে এই আত্মঘাতী হামলা চালায়। এই হামলার ফলে ছয় জন নিহত হয়েছেন।

তিনি বলেন: অপর দুই আত্মঘাতী হামলা সিরিয়ার গণতান্ত্রিক বাহিনী কাসাদের এক সমাবেশে সংগঠিত হয়েছে। এরফলেও বেশ কয়েক জন হতাহত হয়েছে।

উল্লেখ্য, সিরিয়ার গণতান্ত্রিক বাহিনীর কমান্ডার আদনান আফরিন বলেন: সম্প্রতি মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনীর বিমান হামলার পর দায়েশের শতাধিক সন্ত্রাসী আত্মসমর্পণ করেছে।

এছাড়াও ১৩ই মার্চে দায়েশ সদস্যরা তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে এলাকা ত্যাগ করেছে। অধিকাংশ শিশু ও নারীদের নিয়ে সংগঠিত এদের সংখ্যা প্রায় ২৪০০ হবে।

সিরিয়ার গণতান্ত্রিক বাহিনী ঘোষণা করেছে: ইরাকের সীমান্তবর্তী এলাকায় দায়েশের সাথে সংঘর্ষ শেষ হয়েছে। তবে এই দলের সন্ত্রাসীরা মাঝেমধ্যে আত্মঘাতী হামলা অব্যাহত রেখেছে। iqna

 

 

captcha