IQNA

তহবিল নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে

হিরো হয়ে উঠেছেন ‘এগবয়’

19:50 - March 18, 2019
সংবাদ: 2608154
আন্তর্জাতিক ডেস্ক: কট্টর ডানপন্থী সিনেটরের মাথায় ডিম ভেঙে অস্ট্রেলিয়ার জাতীয় হিরোতে পরিণত হয়েছেন উইলিয়াম ক্যানোলি। তিনি অবশ্য এখন ‘এগবয়’ নামেই বেশি পরিচিত। এ ধরনের কাজের জন্য আরো ডিম কিনতে তহবিল সংগ্রহের তৎপরতাও শুরু হয়ে গেছে। হাজার হাজার অস্ট্রেলীয় ডলার তাতে জমা পড়েছে। দাতাদের আশা, এর একটা অংশ দিয়ে এগবয়ের আইনি খরচগুলোও মিটিয়ে দেওয়া যাবে।

বার্তা সংস্থা ইকনা: ঘটনার সূত্রপাত গত শনিবার মেলবর্নে। কট্টর ডানপন্থী সিনেটর ফ্রেসের অ্যানিং ওই দিন সংবাদ সম্মেলন ডেকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার জন্য মুসলমানদের দায়ী করলে ঘটনাস্থলেই তাঁর মাথায় ডিম ভাঙেন ক্যানোলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে ওঠে তাঁর এই ডিম ভাঙার দৃশ্য। সমর্থনের পাল্লাও দ্রুত ভারী হয়ে ওঠে তাঁর পক্ষে। ‘গো ফান্ড মি’ নামে একটি পেজ খুলে অর্থ সংগ্রহ শুরু হয়। ‘আরো ডিম কিনতে’ এবং তাঁর আইনি খরচগুলো মেটাতে এই তহবিলে এক দিনেই জমা পড়ে ৪৪ হাজার অস্ট্রেলীয় ডলার (৩১ হাজার মার্কিন ডলার)। এগবয় অবশ্য বলছেন, এই অর্থের বেশির ভাগই তিনি দান করে দিতে চান ক্রাইস্টচার্চে নিহতদের পরিবারগুলোর মধ্যে। এএফপি

captcha