IQNA

ইয়েমেনে আমিরাতের ১০৪ টন সাহায্য প্রদান

21:07 - March 18, 2019
সংবাদ: 2608157
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন সময়ে আকাশ ও স্থল পথে ইয়েমেনে হামলা চালাচ্ছে। ইয়েমেনে হামলা চালানোর পাশাপাশি সেদেশের হাদরামৌত প্রদেশে ১০৪ টন সাহায্য প্রদান করেছে।

বার্তা সংস্থা ইকনা: আমিরাত সেদেশের রেড ক্রিসেন্টের সহায়তায় ১৬ই মার্চ ১০৪ টন ৯১০ কিলোগ্রাম মানবিক সহায়তা হাদরামৌত প্রদেশের জনগণের জন্য প্রেরণ করেছে। উক্ত প্রদেশের ৬৫০০ জনের জন্য ১৩০০ প্যাকেট খাবার রয়েছে।

অভাবী ও দুস্থ পরিবারদের সহায়তা প্রদানের জন্য এসকল খাদ্যদ্রব্য প্রেরণ করা হয়েছে। তবে এই সাহায্যের পিছনে কি উদ্দেশ্য লুকিয়ে রয়েছে সেটি প্রশ্ন হয়েই রয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবের সাথে একত্রিত হয়ে সংযুক্ত আরব আমিরাতও নিরীহ ইয়েমেনের জনগণের উপর হামলা চালাচ্ছে। আকাশ ও স্থল পথের মাধ্যমে ইয়েমেনের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে।

আমিরাত ২০১৯ সালের শুরু থেকে এ পর্যন্ত ৫১৬ টন তথা ৬৪০২টি খাবারের প্যাকের বিতরণ করেছে। iqna

captcha