IQNA

মিশরে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু

21:08 - March 24, 2019
সংবাদ: 2608192
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ৬০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আজ মিশরে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মিশরের এন্ডোভমেন্টস মন্ত্রী “মুহাম্মাদ মোখতার জুময়া’র শুভেচ্ছা বক্তৃতার মাধ্যমে ২৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়েছে।

তিনি তার বক্তৃতায় বলেছেন: এই প্রতিযোগিতায় আফ্রিকান ৩০টি দেশ সহকারে মোট ৬০টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছে।

মুহাম্মাদ মোখতার আরও বলেন: আফ্রিকা মহাদেশ থেকে বিজয়ী প্রার্থীদের জন্য বিশেষ পুরস্কার রয়েছে।

এছাড়াও মিশরের মুফতি শাওক্বি আলাম উদ্বোধনী অনুষ্ঠানে বলেন: মিশর অনেক আগে থেকেই কুরআন তিলাওয়াত, হেফজ এবং প্রতিযোগিতার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। এসকল ক্ষেত্রে মিশরের উজ্জ্বল ইতিহাস রয়েছে।

তিনি বলেন: মিশরের সংবিধান ও সরকারী নীতিতে পবিত্র কুরআনকে অন্তর্ভুক্ত করেছে। এছাড়াও এদেশের বিশিষ্ট ক্বারি ও হাফেজগণ কুরআনিক বিজ্ঞানকে সকল ইসলামিক দেশে বিকশিত করেছে।

মিশরের বিশিষ্ট ক্বারি “আশ-শেইখ মাহমুদ খলিল আল-হোসারি”র নামে ২৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। উক্ত প্রতিযোগিতার অনুষ্ঠিত মোট তিনটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। বিভাগগুলো হচ্ছে তাফসির সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ, তাজবিদ সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ এবং শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ কুরআন হেফজ। ২৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানটি টানা এক সপ্তাহ অব্যাহত থাকবে। iqna

                                                

 

captcha