IQNA

অস্ট্রিয়ায় আমেরিকা এবং ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ

17:18 - March 25, 2019
সংবাদ: 2608196
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রিয়ার জনগণ সেদেশের রাজধানী ভিয়েনায় একত্রিত হয়ে মার্কিন এবং যায়নবাদী নীতির প্রতিবাদ জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: অস্ট্রিয়ার জনগণ সেদেশের রাজধানী ভিয়েনায় অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে চরমপন্থি ইহুদিবাদী ইসরাইলের সমর্থনে আমেরিকার রাজনীতির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনের পতাকা ছিল। এছাড়াও তাদের হাতে “ইহুদিবাদী ইসরাইলের জাতিগত নিধন এবং বৈষম্যের অবসান ঘটানো উচিত” শ্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা গিয়েছে।

বিক্ষোভকারীরা ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধ এবং তেল আবিবে সকল প্রকার রাজনৈতিক সমর্থন বন্ধের আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যে, ৫২ বছর পর যুক্তরাষ্ট্র গোলান হাইটস উপরে ইসরায়েলের নিয়ন্ত্রণের স্বীকৃতি দিয়েছে। ট্রাম্প এই সিদ্ধান্তের পর ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। iqna

 

 

captcha