IQNA

মসজিদের নিরাপত্তার জন্য “মুসলিম কমিউনিটি প্যাট্রোল” পরিকল্পনা

17:57 - March 25, 2019
সংবাদ: 2608197
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকান মুসলমানেরা সেদেশর মসজিদ ও ইসলামিক সেন্টারসমূহে নিরাপত্তা প্রদান করার জন্য পুলিশকে সহায়তা করবে।

বার্তা সংস্থা ইকনা: এখন থেকে আমেরিকান পুলিশ সেদেশের মসজিদ ও ইসলামিক সেন্টারসমূহে নিরাপত্তা প্রদানের জন্য মুসলমানদের সাহায্য গ্রহণ করবে।

“মুসলিম কমিউনিটি প্যাট্রোল”  (Muslim Community Patrol) নামের এক পরিকল্পনার মাধ্যমে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরফলে আমেরিকান পুলিশদের যেখানে সাহায্যের প্রয়োজন হবে, সেদেশের মুসলমানেরা সেখানে উপস্থিত হবে।

ইতিমধ্যে এই পরিকল্পনাটি নিউইয়র্কের ব্রুকলিনে (Brooklyn) চালু করা হয়েছে। পরিকল্পনাটি ব্রুকলিনে বাস্তবায়ন হলে অন্যান্য শহরে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে উগ্র ডানপন্থী সন্ত্রাসীর হামলার ফলে আমেরিকায় “মুসলিম কমিউনিটি প্যাট্রোল” পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছে। iqna

 

 

 

captcha