IQNA

কিরকুকে দায়েশের ৪টি গোপন আস্তানা ধ্বংস

22:09 - March 25, 2019
সংবাদ: 2608201
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেদেশের কিরকুক শহরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসে ৪টি গোপন আস্তানা ধ্বংস করার খবর জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল সায়াদ মায়ান বলেছেন: ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য সংস্থা ফেডারেল পুলিশ গতকাল সেদেশের কিরকুক শহরে দায়েশের চারটি গোপন আস্তানা ধ্বংস করেছে।

তিনি বলেন: দায়েশের এসকল গোপন আস্তানা থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে সেগুলো জব্দ করা হয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি ২০১৭ সালের ডিসেম্বর মাসে সেদেশে দায়েশের পতন হয়েছে বলে ঘোষণা করেছিল। কিন্তু এই সন্ত্রাসী গোষ্ঠীর ছড়িয়েছিটিয়ে থাকা সন্ত্রাসীরা মাঝে মধ্যেই সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। তবে এসকল সন্ত্রাসী কর্মকাণ্ডের সময়ে অনেক সন্ত্রাসী ইরাকের নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার হচ্ছে। iqna

 

 

captcha