IQNA

ইরাকে শিক্ষার্থীদের জন্য জাতীয় কুরআন প্রতিযোগিতা + ছবি

19:40 - April 04, 2019
সংবাদ: 2608265
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী কারবালায় সেদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তৃতীয় বর্ষ জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের আওতাধীন দারুল কুরআনের পক্ষ থেকে এবং “ওয়ারাসুল আম্বিয়া” ইউনিভার্সিটির সহযোগিতায় ১ম এপ্রিল শুরু এবং ৩য় এপ্রিল শেষ হয়েছে।
অনুষ্ঠান ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের একাডেমিক শিক্ষা কেন্দ্রের প্রধান শেইখ খাইরুদ্দিন আল-হাদী এ ব্যাপারে বলেন: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত তৃতীয় বর্ষ জাতীয় কুরআন প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে একাডেমিকাল বৃত্তে কুরআনের সংস্কৃতি প্রচার এবং এরমধ্য থেকে প্রতিভাবানদের চিহ্নিত করা।
তিনি বলেন: উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান মোট তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়েছে। বিভাগগুলো যথাক্রমে: হেফজ, তিলাওয়াত এবং তাফসির। অংশগ্রহণকারীরা দলীয়ভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
উল্লেখ্য, বাবিল, বাগদাদ, কারবালা, বসরা, ওয়াসিত, মুছান্না, ওয়ারাসুল আম্বিয়া এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট ১০টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। iqna

captcha