IQNA

আফগানিস্তানে মাদ্রাসায় সশস্ত্র হামলা

17:12 - April 17, 2019
সংবাদ: 2608357
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের বালিকা মাদ্রাসায় সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে আগুন লাগিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ফারাহ প্রদেশের স্থানীয় কর্মকর্তাগণ জানিয়েছেন, ১৫ই এপ্রিল রাতে সশস্ত্র সন্ত্রাসীরা একটি বালিকা মাদ্রাসায় হামলা চালিযে আগুন লাগিয়েছে। এই মাদ্রাসায় প্রায় এক হাজার ছাত্রী ধর্মীয় শিক্ষা অর্জনের জন্য অধ্যয়নরত ছিল।

এই মাদ্রাসাটি ফারাহ শহরের ২০ কিলোমিটার পশ্চিমে নোদে গ্রামে অবস্থিত।

ফারহ প্রদেশের শিক্ষা বিভাগের প্রধান মোহাম্মদ আজীমী এ ব্যাপারে বলেছেন: অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসীরা ১৫ই এপ্রিল রাতে এই মাদ্রাসায় প্রবেশ করে বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটিয়ে মাদ্রাসা ধ্বংস করেছে।

তিনি বলেন: এখন কোন ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়ভার গ্রহণ করেনি। তবে এব্যাপারে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

এই মাদ্রাসার সকল দলিলপত্র এমনকি বইগুলোও পুড়িয়ে দেওয়া হয়েছে। এরফলে মাদ্রাসার কর্তৃপক্ষদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে।

এই নিয়ে ফারাহ প্রদেশে দুইটি বালিকা মাদ্রাসায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ধ্বংস করেছে। এর পূর্বে ১৪ই এপ্রিল ফারাহ শহরের থিয়সেক এলাকার “শহিদ বানাফসে” বালিকা মাদ্রাসায় বোমা হামলা চালিয়েছে। iqna

 

 

 

 

captcha