IQNA

ইসলাম বিরোধী পোস্টের জন্য কাউন্সিলর প্রার্থীকে কনজারভেটিভ পার্টি থেকে বহিষ্কার

20:41 - April 17, 2019
সংবাদ: 2608360
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের কনজারভেটিভ দলের একজন কাউন্সিলর প্রার্থীকে ফেইসবুকে ইসলামের বিরুদ্ধে বিষোদগারে করার জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। বার্তা সংস্থা দি টাইমস ফেইসবুক পোষ্টটি তুলে ধরার পর দল থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়।

বার্তা সংস্থা ইকনা: ৬৪ বছর বয়সী দাবিদ আব্বোট নামের ওই রাজনৈতিক নেতা যিনি কনজারভেটিভ দল থেকে যুক্তরাজ্যের বেডফোর্ডশায়র প্রদেশের হুগটন রেগিস শহরের কাউন্সিলর পদ প্রার্থী ছিলেন।

দাবিদ আব্বোট তার ফেইসবুক পোষ্টে লিখেন, ‘মুসলিমদের ক্ষমতার মধ্যে তাদেরকে সকল কিছু করার অনুমতি দেয়া হয়েছে যার মধ্যে হত্যা করা, যেসকল ব্যক্তি ইসলামের অনুসারী নয় তাদের জীবন বিষিয়ে তোলা ইত্যাদি অন্তর্ভুক্ত।’
তার ফেইসবুক একাউন্টের এক মন্তব্যের প্রতিউত্তরে তিনি ইসলাম ধর্মের অনুসারীদের ‘মাহাম্মাডান’ বলে অভিহিত করেন এবং বলেন, ধর্ম সমূহ ‘ইসলামের জন্য শাবক প্রসব করেছে।’

ফেইসবুকে ‘Jacob Rees-Mogg: Supporters’ নামের একটি গ্রুপ থেকে এসকল বার্তা প্রতিনিয়ত ছড়ানো হচ্ছে। এই গ্রুপটির পেছনে কনজারভেটিভ দলের কিছু সদস্য রয়েছেন বলে জানা যাচ্ছে।

কনজারভেটিভ পার্টির সাবেক চেয়ার ওম্যান বারোনেস ওয়ার্শির একটি প্রচারণার পর দলটিতে ইসলাম ভীতি মূলক সমস্যা রয়েছে বলে অনেকে অভিযোগ করেন। গত সপ্তাহে লন্ডনের মেয়র সাদিক খান এ বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে কে একটি চিঠি পাঠান এবং এর উত্তরে তিনি ইসলাম বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

কনজারভেটিভ দলের একজন মুখপাত্র বলেন, ‘যেকোনো ধরনের বৈষম্যের খবর মিথ্যা। এধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে থাকি। আমরা ঘৃণা ছড়ানোর দায়ে অভিযুক্ত সদস্যদের বহিষ্কার করি এবং সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করে থাকি।’ দি টাইমস ডট কো ডট ইউকে।

 

captcha