IQNA

উত্তর আমেরিকায় রমজান মাসের শুরুর তারিখ ঘোষণা

22:27 - April 21, 2019
সংবাদ: 2608389
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আমেরিকার ফিকাহ কাউন্সিল (FCNA) এই অঞ্চলে রমজান মাসের শুরুর তারিখ ঘোষণা করেছে।

বার্তা সংস্থা ইকনা: জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী উত্তর আমেরিকায় আগামী ৬ষ্ঠ মে রহমত, বরকত ও মাগফিরাতের পবিত্র রমজান মাস শুরু হবে।

ফিকাহ কাউন্সিল এক বিবৃতিতে প্রকাশ করেছে, ৫ম মে সন্ধ্যা নতুন চাঁদ দেখা যাবে। এই ভিত্তিতে আগামী ৬ষ্ঠ মে রবিবার ১৪৪০ হিজরির পবিত্র রমজান মাস শুরু হবে।

উত্তর আমেরিকার ফিকাহ কাউন্সিল জ্যোতির্বিদ্যা ক্যালকুলাসের ক্ষেত্রে ইউরোপীয়য় গবেষণা ও ফতোয়া কাউন্সিলকে (European Council of Fatwa and Research) অনুসরণ করে। এই গণনা অনুযায়ী চন্দ্র মাসের নতুন চাঁদ উদিত হওয়ার সময় সুইপ কোণ কমপক্ষে ৮ ডিগ্রি এবং দিগন্তের চেয়ে কমপক্ষে ৫ ডিগ্রি উপরে থাকতে হবে। যদি এই শর্ত পূরণ হয় তাহরে নতুন চাঁদ দৃশ্যমান হবে। এবং চন্দ্র বছরের নতুন মাস তার পরের দিন শুরু হবে। অন্যথায়, পরের দিন নতুন চাঁদ দৃশ্যমান হবে। iqna

 

 

 

captcha