IQNA

সুইডেনে মুসলমানদের বিরুদ্ধে অনলাইন সাইবারক্রাইম বৃদ্ধি পেয়েছে

22:42 - April 21, 2019
সংবাদ: 2608390
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি এক জরিপে দেখা গিয়েছে যে, ২০১৭-২০১৮ সালে সুইডেনে মুসলমানদের বিরুদ্ধে অনলাইন সাইবারক্রাইম বৃদ্ধি পেয়েছে।

বার্তা সংস্থা ইকনা: Online Hate Speech Monito সংগঠনের প্রধানের ঘোষণা অনুযায়ী, ২০১৭ ও ২০১৮ সালে ইন্টারনেটের মাধ্যমে ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ঘৃণামূলক উক্তি অতিমাত্রায় ব্যক্ত করেছে।

সংগঠনের প্রধান টমাস আবার্গ বলেন: পুলিশের রিপোর্টে দেখা যায় যে, এসময়ের মধ্যে সুইডেনে ইন্টারনেটে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের পরিমাণ দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে।

তিনি সুইডেনের জাতীয় টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে বলেন: এসকল অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে ৫০ শতাংশ মুসলমানদের বিরুদ্ধে, ২০ শতাংশ শরণার্থীদের বিরুদ্ধে এবং ২১ শতাংশ আফ্রিকান নাগরিকদের বিরুদ্ধে সংগঠিত হয়েছে।

টমাস আবার্গ বলেন: সাম্প্রতিক বছরগুলোয় সামাজিক নেটওয়ার্ক ব্যবহার বিস্তারের সাথে এই অপরাধের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

এছাড়াও রিপোর্টে দেখা যায় যে, ২০১৮ সালে মসজিদ ও নামাজখানায় হামলার সংখ্যা ৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। iqna

 

 

captcha