IQNA

ভারতের বিভিন্ন শহরে শাবে বরাত পালন + ছবি

22:47 - April 22, 2019
সংবাদ: 2608392
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কাশ্মীর, কারগিল, দিল্লি, লাখনু এবং কোলকাতাসহ বিভিন্ন শহরে শাবে বরাত পালিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ভারত উপমহাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই দিনে নানা ধরনের মিষ্টি বিতরণ ও ব্যাপক ইবাদত বন্দেগী করা হয়। এই রাতের ইবাদত-বন্দেগী কবুল হয় এবং মুসলমানের সব গোনাহ মাফ করিয়ে নেয়ার এক উপযুক্ত সুযোগ দেয়া হয় এই রাতে।

১৫ ই শাবান হল মানবজাতির শেষ ত্রাণকর্তা হযরত ইমাম মাহদী (আ.)'র পবিত্র জন্মদিন। বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র পবিত্র আহলে বাইতের ১১ তম সদস্য ইমাম হযরত ইমাম হাসান আসকারী (আ.)'র পুত্র হিসেবে তাঁর জন্ম হয়েছিল ২৫৫ হিজরিতে ইরাকের (বর্তমান রাজধানী বাগদাদের উত্তরে) পবিত্র সামেরা শহরে। তাঁর মায়ের নাম ছিল নার্গিস। এবং তিনি আল্লাহর আদেশে এক পর্যায়ে অদৃশ্য হয়ে যান। তাঁর অদৃশ্য থাকার সময়ও দুই ভাগে বিভক্ত। স্বল্পকালীন সময়ের জন্য অদৃশ্য হওয়া এবং দীর্ঘমেয়াদে অদৃশ্য থাকা। দীর্ঘ মেয়াদে অদৃশ্য থাকার পর উপযুক্ত সময়ে তিনি আবার আবির্ভূত হবেন এবং সব ধরনের জুলুম ও বৈষম্যের অবসান ঘাটিয়ে বিশ্বব্যাপী ন্যায়বিচার ও ইসলামী শাসন প্রতিষ্ঠা করবেন।

ইমাম মাহদী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের কাশ্মীর, কারগিল, দিল্লি, লাখনু এবং কোলকাতাসহ বিভিন্ন শহরে মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিভিন্ন মসজিদ,  হুসাইনিয়া এবং বাড়ীতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কুরআন তিলাওয়াত, দোয়া, কবিতা, গজল, মাওলুদখানি এবং বক্তৃতাসহকারে এই পবিত্র রজনীর বিভিন্ন আমলের মাধ্যমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বক্তাগণ ইমাম মাহদীর আবির্ভাবের আলোকে বক্তৃতা পেশ করেন। iqna

captcha