IQNA

এখন থেকে ইব্রাহিম মসজিদে মুসলমানদের প্রবেশ করতে দেবে না ইসরাইল

22:55 - April 22, 2019
সংবাদ: 2608393
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের আল-খলিল শহরের ইব্রাহিম (আ.) মসজিদ বন্ধ করে দিয়েছে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী। এ মসজিদে হযরত ইব্রাহিম (আ.), হজরত ইসহাক (আ.), হজরত ইয়াকুব (আ.) ও হজরত ইউসুফ (আ.)'র মাজার রয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইহুদিদের ধর্মীয় উৎসব উপলক্ষে মসজিদটি বন্ধ থাকবে বলে ইসরাইল ঘোষণা করেছে। মসজিদ এলাকায় শত শত ইসরাইলি পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইব্রাহিম (আ.)'র মাজার ও মসজিদের পরিচালক হেফযি আবু সেনেইনেহ গণমাধ্যমকে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল বিজ্ঞপ্তি দিয়েছে সোমবার সকাল থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ইব্রাহিম মসজিদ বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, মসজিদ বন্ধের ঘোষণা ধর্মীয় অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এর মাধ্যমে সব ধরণের রীতি-নীতি ও আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ইসরাইল।

১৯৯৪ সালের পবিত্র রমজান মাসে চরমপন্থি ইহুদি ব্যারোক গোল্ডস্টেইন, হজরত ইব্রাহিম (আ.) মসজিদে হামলা চালিয়ে ২৯ জন মুসলমানকে হত্যা করে। এছাড়াও এই হামলায় আরও ১৫০ জন মুসল্লি আহত হয়েছেন।

আল-খলিল শহরে একলক্ষ ৬০ হাজার মুসলিম অধিবাসী বসবাস করছে। এসকল মুসলমানদের ১৫০০ ইসরাইলি সেনা অবরুদ্ধ করে রেখেছে।

উল্লেখ্য যে, ইব্রাহিম মসজিদটি অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় আল-খলিল শহরে অবস্থিত। এই মসজিদটি প্রায় ৫ হাজার বছর পূর্বে নির্মাণ করা হয়েছে এবং এটি ফিলিস্তিনের চারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি। iqna

 

captcha