IQNA

5:41 - April 24, 2019
সংবাদ: 2608406
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের সেনাবাহিনী গতকাল হাইরান শহরে সৌদি আরবের সামরিক ঘটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইয়েমেনি সামরিক ক্ষেপণাস্ত্র ইউনিট এবং সেদেশের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনীরা গতরাতে (২৩শে এপ্রিল) ইয়েমেনের হুজ্জাত প্রদেশের হাইরান শহরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সৌদি আরবের সামরিক ঘটিতে জিলজাল-১ নামের ৪টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে।

ইয়েমেনের সামরিক বাহিনীর এই হামলায় সৌদি আরবের বেশ কয়েকজন ভাড়াটে সেনা মারা গেছে। এ হামলায় আরো কয়েক ডজন ভাড়াটে সেনা আহত হয়েছে। তবে এ হামলায় কতজন সৌদি ভাড়াটে সেনা নিহত হয়েছে তা সুনির্দিষ্ট করে এখনও কিছু জানা যায় নি। iqna

 

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: