IQNA

ফ্রিস্টাইল কুস্তিতে ইরান চ্যাম্পিয়ন, সর্বোচ্চ নেতার অভিনন্দন

18:54 - April 25, 2019
সংবাদ: 2608410
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এক বার্তায় চীনে অনুষ্ঠিত ২০১৯ সালের এশিয়ান ফ্রিস্টাইল কুস্তিতে ইরানের টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় অভিনন্দন জানিয়েছেন।

ফ্রিস্টাইল কুস্তিতে ইরান চ্যাম্পিয়ন, সর্বোচ্চ নেতার অভিনন্দনবার্তা সংস্থা ইকনা: ফ্রিস্টাইল কুস্তিতে ইরান চ্যাম্পিয়ন দরুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সদর দপ্তর একটি অভিনন্দন বার্তা প্রেরণ করেছে।

বিসমিহি তায়ালা

প্রিয় কুস্তিগীর যুবকগণ, এশিয়ান ফ্রিস্টাইল কুস্তিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় অভিনন্দন জানাচ্ছি।

সইয়্যেদ আলী খামেনেয়ী

৫ম উর্দুবেহেস্ত ১৩৯৮

(২৫শে এপ্রিল ২০১৯)

 

ফ্রিস্টাইল কুস্তিতে ইরানের সাফল্য

উল্লেখ্য, জি'য়ান ইলেক্ট্রনিক সাইন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি জিমনেসিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ইরানের কুস্তিবিদরা বিভিন্ন ক্যাটাগরিতে ৭টি স্বর্ণ ও ৩টি ব্রোঞ্জ পদক লাভ করেন।

স্বর্ণজয়ী ইরানি কুস্তিবিদরা হলেন, ৫৭ কেজি ওজনশ্রেণিতে রেজা আতারি, বেহনম এহসানপুর (৬১ কেজি), বাহমান তেইমুরি (৭৯), ৭৬ কেজি ওজনশ্রেণিতে কামরান কাসেমপুর, আলীরেজা কারিমি ৯২ কেজিতে, রেজা ইয়াজদানি (৯৭ কেজি) এবং ইয়াদুল্লাহ মুহেব্বি ১২৫ কেজি ওজনশ্রেণিতে।

ব্রোঞ্জ পদক জিতেছেন ৬৫ কেজি ওজনশ্রেণিতে পেইমানে বিয়াবনি, ইউনেসে ইমামি ৭০ কেজিতে এবং মোহাম্মদ নখুদী ৭৪ কেজি ওজনশ্রেণিতে।

ইরানের প্রতিযোগিতা ২২০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেন। ১৪৪ পয়েন্ট নিয়ে ভারত দ্বিতীয় এবং ১২৯ পয়েন্ট নিয়ে কাজাখস্তানের কুস্তি দল তৃতীয়স্থান অর্জন করেন। iqna

 

 

captcha