IQNA

বার্মিংহামে কুরআন প্রশিক্ষণ সেন্টার নির্মাণ করা হবে

22:38 - May 14, 2019
সংবাদ: 2608546
আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডের বার্মিংহাম শহরের কাউন্সিলারের অনুমতি গ্রহণের পর একটি নতুন কুরআন প্রশিক্ষণ সেন্টার নির্মাণ করা হবে।

বার্তা সংস্থা ইকনা: এই কুরআনিক কেন্দ্রটি নির্মাণের ব্যাপারে যথেষ্ট আপত্তি থাকা সত্ত্বেও বার্মিংহাম সিটি কাউন্সিলের সিদ্ধান্ত অটুট রয়েছে। এই পরিকল্পনাটি এই কাউন্সিলের পরিকল্পনা কমিটির কর্তৃক অনুমোদিত হয়েছে।
এই কুরআনিক কেন্দ্রটির নাম “শান্তি, বিচার ও জ্ঞান আন্তর্জাতিক কেন্দ্র” রাখা হবে বলে বিবেচনা করা হয়েছে। এতে ৬টি শ্রেণীকক্ষ, পাবলিক প্রদর্শনী এবং বহুমুখী হলসহ অন্যান্য কক্ষ নির্মাণ করা হবে।
এই কেন্দ্রটি নির্মাণের পরিকল্পনা প্রদানকারীরা বার্মিংহাম সিটি কাউন্সিলের সদস্যদের আশ্বাস দিয়েছে যে, এই প্রতিষ্ঠানটি জুমার নামাজ, বিবাহ ও কুলখানির অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হবে না।
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত আরবি কুরআন ইন্সটিটিউশনের (QAF) কর্মকর্তাগণ বলেছেন, উক্ত কুরআনিক সেন্টারটি শুধুমাত্র শিক্ষা প্রদানের ক্ষেত্রে ব্যবহার করা হবে। বিশেষ করে বিশ্লেষণ, গবেষণা, ভাষাতত্ব, সাহিত্য এবং কুরআন ও সুন্নত এই দুটি মূল উৎসের উপর ভিত্তি করে কুরআনের ভাষা প্রশিক্ষণের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি ব্যবহার করা হবে। iqna

 

captcha