IQNA

শ্রীলঙ্কায় মুসলিমবিরোধী সহিংসতা অভিযোগে গ্রেফতার ২৩

22:00 - May 15, 2019
সংবাদ: 2608550
আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় মুসলিমবিরোধী সহিংসতায় জড়িত সন্দেহে ২৩ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়। ২১ এপ্রিল ইস্টার সানডেতে গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলায় আড়াই শতাধিক মানুষ নিহতের পর থেকেই দেশটিতে মুসলিমবিরোধী সহিংসতা বৃদ্ধি পেয়েছে।

বার্তা সংস্থা ইকনা: পুলিশ জানিয়েছে, মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার জন্য উসকানি দেওয়া অভিযোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন কোনও সহিংসতার ঘটনা ঘটেনি।

পুলিশের পক্ষ থেকে এই দাবি করা হলেও দ্বিতীয় দিনের মতো রাত ৯টা থেকে দেশটিতে কারফিউ জারি করা হয়েছে।

রবিবার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র শুরু বিতর্কের জের ধরে চিলাউ শহরে মুসলিমবিরোধী সহিংসতা ছড়িয়ে পড়ে। এক দল খ্রিস্টান যুবকরা স্থানীয় তিনটি মসজিদ ও মুসলিম মালিকানাধীন দোকানে পাথর নিক্ষেপ ও ভাঙচুর করে। তাদের মারধরের শিকার হন এক মুসলিম ব্যক্তি। এই ঘটনার পর প্রথমে শহরটিতে কারফিউ জারি করা হয়। তবে সহিংসতা দ্রুতই একের পর এক শহরে ছড়িয়ে পড়ে। পরে সারা দেশেই কারফিউ জারি ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়া হয়।

সোমবার ট্যাক্সিযোগে এসে একদল ব্যক্তি মুসলিম মালিকানাধীন দোকানে ভাঙচুর ও পাথর নিক্ষেপ শুরু করে। দ্রুতই হামলাকারীর সংখ্যা ২০০ এবং পরে হাজার ছাড়িয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা প্রধান মসজিদসহ ১৭টি মুসলিম মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ও ৫০টি বাড়িতে হামলা চালায়। কারফিউ জারি থাকার মধ্যেই  সোমবার রাতে ৪৫ বছর বয়সী ওই মুসলিম কাঠমিস্ত্রীকে তার নিজের কারখানায় ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। iqna

 

captcha