IQNA

আল-আনবারে দায়েশ নিধন অভিযান

22:21 - May 15, 2019
সংবাদ: 2608551
আন্তর্জাতিক ডেস্ক ইরাকের নিরাপত্তা বাহিনীরা সেদেশে আল-আনবার প্রদেশে দায়েশ নিধন অভিযান চালু করেছে।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের নিরাপত্তা বাহিনী আজ (১৫ই মে) আন্তর্জাতিক জোট বাহিনীর সহযোগিতায় আল-আনবার প্রদেশে যৌথ অপারেশন শুরু করেছে।
ইরাকি নিরাপত্তা মিডিয়া সেন্টার এক বিবৃতিতে ঘোষণা করেছে, ইরাকের সন্ত্রাস নিধন বাহিনী সেদেশের আর্মি এয়ার ফোর্স এবং আন্তর্জাতিক জোটের সহযোগিতায় আল-আনবার প্রদেশের ওয়াদি হুরান এলাকায় দায়েশ নিধনের জন্য বিশেষ অভিযান চালু করেছে।
বিবৃতিতে বলা হয়েছে যে, আল-আনবার প্রদেশে এখনও দায়েশ নিধন অভিযান অব্যাহত আছে। আজকের বিশেষ অভিযান তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের ৯ সন্ত্রাসী নিহত হয়েছে।
এছাড়াও এই অপারেশনে দায়েশের কমান্ডের সদর দপ্তর, গোলাবারুদের ডিপো, বিস্ফোরক ডিভাইস এবং ভূগর্ভস্থ টানেল ধ্বংস করা হয়েছে।  iqna

captcha