IQNA

লন্ডনে মসজিদুল হারামের প্রথম ছবি নিলামে

21:48 - May 20, 2019
সংবাদ: 2608585
আন্তর্জাতিক ডেস্ক: ১৮৮৮ সালে তোলা মসজিদুল হারামের প্রথম ছবি লন্ডনে নিলামে তোলা হয়েছে। এই ছবিটি নিলামে ২ লাখ ১২ হাজার পাউন্ডে (২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার) বিক্রি হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ব্রিটিশ পত্রিকা দৈনিক ডেইলি মেইল এক প্রতিবেদনে উল্লেখ করেছে, এই ছবিটি ডাচ ওরিয়েন্টাল্টিস্ট  “ক্রিশ্চিয়ান স্নউক হুরখারোনি” তুলেছেন। তিনি সেসময় সৌদি আরবের জেদ্দায় ডাচ কনস্যুলেটের দায়িত্ব পালন করেছেন।

নিলামের সময় এবং এই ছবিটির মালিকের কোন তথ্য প্রকাশ ছাড়াই ব্রিটিশ এই পত্রিকা লিখেছে, এই ছবিটি ১৮৮৮ সালে তোলা হয়েছে। লন্ডনের সেন্টারবোর্জে নিলামে ২ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি করা হয়েছে।

ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, এই ডাচ ওরিয়েন্টাল আরবি ভাষা ও ইসলামিক শিক্ষা অর্জন করেছিলেন। তিনি প্রায় দেড় বছর সৌদি আরবে অবস্থান করেছেন এবং এসময়ের মধ্যে তিনি মক্কা সম্পর্কে বেশ কিছু লেখা লিখেছেন।

ইংল্যান্ডের সেন্টারবোর্ড নিলাম কেন্দ্রটি ১৭৪৪ সালে নির্মিত হয়েছে। কিন্তু বর্তমানে এই সদর দপ্তর এখন নিউ ইয়র্ক সিটিতে। এই কেন্দ্রটি শিল্প, গয়না এবং প্রাচীন সামগ্রী নিলামে তোলার জন্য সর্ববৃহৎ কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ। বিশ্বের ৪০টি দেশে এই কেন্দ্রের ৯০টি শাখা রয়েছে। iqna

 

 

captcha