IQNA

আফগানিস্তানে জড়ো হয়েছে ৫ হাজার দায়েশ: রাশিয়া

2:02 - May 22, 2019
সংবাদ: 2608595
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা আলেকজান্ডার বোর্তনিকভ বলেছেন, সিরিয়ায় যুদ্ধ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রায় পাঁচ হাজার দায়েশ সন্ত্রাসী আফগানিস্তানে জড়ো হয়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত প্রজাতন্ত্রগুলোর সীমান্তবর্তী অঞ্চলে তারা অবস্থান করছে।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আলেকজান্ডার বোর্তনিকভ হচ্ছেন রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সার্ভিস বা এফএসবি’র পরিচালক। তিনি মঙ্গলবার বলেন, আফগানিস্তানের স্থানীয় দায়েশ সন্ত্রাসীদের সহায়তায় সিরিয়া থেকে এসব সন্ত্রাসী আশ্রয় নিয়েছে। তিনি তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোর গোয়েন্দা কর্মকর্তাদের উদ্দেশে বক্তৃতা করছিলেন।

বোর্তনিকভ বলেন, দায়েশ সন্ত্রাসীরা সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোকে টার্গেট করে আফগানিস্তানের সীমান্তবর্তী প্রদেশগুলোতে জড়ো হচ্ছে। একে তিনি চিন্তার বিষয় বলে উল্লেখ করেন। আফগানিস্তানে জড়ো হওয়া সন্ত্রাসীরা সংগঠিত সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেও তিনি জানান।

সম্প্রতি ইরাক ও সিরিয়ায় দায়েশ সন্ত্রাসীরা পরাজিত হয়েছে তবে তারা একদম নিশ্চিহ্ন হয়ে যায় নি বরং বিশ্বের বিভিন্ন দেশে তারা নানা রূপে সংগঠিত হওয়ার চেষ্টা করছে।  iqna

 

 

 

captcha