IQNA

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর ৭ সদস্য হতাহত

1:32 - June 09, 2019
সংবাদ: 2608698
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দায়কুন্দি প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষে সেদেশের নিরাপত্তা বাহিনীর এক সদস্যের নিহত ও অপর ৬ সদস্যের আহত হওয়ার খবর জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: দায়কুন্দি প্রদেশের প্যাটো শহরের প্রিটেক্ট সাইয়্যেদ তাহের এতেমাদ বলেন: গতকাল ভোরে তালেবানের সদস্যরা “বান্দ জিয়ারত” এলাকায় হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের এই হামলায় পুলিশের এক সদস্য নিহত এবং অপর ছয় সদস্য আহত হয়েছে।

তিনি বলেন: পুলিশের বিশেষ বাহিনী বান্দ জিয়ারত এলাকায় নিরাপত্তা বাহিনীকে সাহায্য করার জন্য অগ্রসর হলে তালেবানের সদস্যরা এই হামলা চালিয়েছে। এই হামলার ফলে পুলিশের এক সদস্য নিহত হয়েছে।

সাইয়্যেদ তাহের এতেমাদ বলেন: নিরাপত্তা বাহিনী এই এলাকা এখনো অবরুদ্ধ করে রেখেছে। হামলা চালানোর কিছুক্ষণের মধ্যে তালেবানের সদস্যরা ব্রাবনী ও প্যাটো এলাকা পালিয়ে গিয়েছে।

তিনি বলেন: এই এলাকা প্রাদেশিক সীমানা হওয়ার ফলে অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে অবস্থান করছে। এছাড়াও এই এলাকায় নিরাপত্তা বাহিনীর সংখ্যাও পর্যাপ্ত পরিমাণ নেই।

তাহের এতেমাদ আরও বলেন: এই এলাকা অনিরাপদ পরিস্থিতি বিরাজ করা সত্ত্বেও এই এলাকায় কোন স্থানীয় পুলিশ নেই। তবে ন্যাশনাল আর্মি ফোর্স এই এলাকায় পাঠানোর কথা হলেও এখনো কোন ফোর্স এই এলাকায় পৌছাইনি।

উল্লেখ্য যে, এরপূর্বেও দায়কুন্দি প্রদেশের মিনারা এলাকায় তালেবান হামলা চালিয়েছিল। এই হামলার ফলে বেসামরিক ৩ ব্যক্তি নিহত ও দুই জন আহত হয়েছে।  iqna

 

 

captcha