IQNA

এবার মরক্কোয় পবিত্র কুরআনের অবমাননা

22:44 - June 18, 2019
সংবাদ: 2608753
আন্তর্জাতিক ডেস্ক: মরক্কোর আল-রাশিদিয়া শহরের একটি মসজিদে অজ্ঞাত ব্যক্তিরা হামলা চালিয়ে পবিত্র কুরআনের অবমাননা করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মরক্কোর দক্ষিণাঞ্চলীয় আল-রাশিদিয়া শহরের বিশ্ববিদ্যালয়ের এলাকার একটি মসজিদে অজ্ঞাত ব্যক্তিরা হামলা চালিয়ে পবিত্র কুরআনের পাণ্ডুলিপিসমূহে আগুন লাগিয়ে দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোহরের নামাজ আদায়ের জন্য মসজিদে প্রবেশ করলে মসজিদের দরজা ও জানালা ভাঙ্গা দেখে হতবাক হয়। ইসলাম বিদ্বেষীরা মসজিদে হামলা চালিয়ে মসজিদে রাখা পবিত্র কুরআন শরিফে আগুন লাগায় এবং কুরআন সহকারে অন্যান্য ধর্মীয় বই ছিরে ফেলে।
মরক্কোয় দক্ষিণাঞ্চলের একটি প্রাচীন শহর হচ্ছে “আল-রাশিদিয়া”। এই শহরে প্রথম বারের মতো এধরণের কাজ হয়েছে। কে বা কারা এই হামলা চালিয়েছে সে সম্পর্কে এখনও পর্যন্ত কোন তথ্য জানা যায়নি।
এরপূর্বেও ইসলাম বিদ্বেষীরা মরক্কোর ক্যাসাব্লাংকা শহরের লিসাসাফা এলাকার “কুদস”, “সাফা”, “ফালাহ” এবং “কাজিয়াতুল আমিন” মসজিদে হামলা চালিয়ে ইসলাম ধর্মের পবিত্রতার অবমাননা করেছে। এরফলে স্থানীয় বাসিন্দারা তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে। iqna

এবার মরক্কোয় পবিত্র কুরআনের অবমাননা

captcha