IQNA

তালেবানের হামলায় হেরাতে ৮ জন নিহত

21:55 - June 26, 2019
সংবাদ: 2608781
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের হেরাত প্রদেশের গুলরান প্রদেশে তালেবানের হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হেরাতের স্থানীয় কর্তৃপক্ষ ঘোষণা করেছেন: হেরাত প্রদেশের গুলরান শহরে তালেবানের হামলার ফলে পুলিশ বাহিনীর ৪ জন সদস্য এবং সেনা বাহিনীর ৪ জন সদস্য নিহত হয়েছেন। এছাড়াও এই হামলার ফলে ৩ জন আহত ও অপর তিন জন তালেবানের হাতে বন্দী হয়েছে।

গুলরান শহরের প্রশাসনের প্রধান আব্দুল গনি নুরি বলেছেন: গতরাতে (২৫শে জুন) তালেবানের সদস্যরা গুলরান শহরের “মাতায়” ও “সাঙ্গার” এলাকায় হামলা চালিয়েছে। এরফলে নিরাপত্তা কর্মীদের সাথে সংঘর্ষ হয় এবং ২৬শে জুন সকাল পর্যন্ত এই সংঘর্ষ অব্যাহত থাকে।

এদিক একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গিয়েছে যে, গুলরানের পুলিশ নিরাপত্তা এলাকা এখন তালেবানের দখলে রয়েছে।

অপরদিকে হেরাতের পুলিশ মুখপাত্র আব্দুল আহাদ ওলীজাদেহ বলেছেন: গুলরানে নিরাপত্তা বাহিনীর সাথে তালেবানের সংঘর্ষের ফলে তালেবানের সশস্ত্র বাহিনীর ব্যাপক ক্ষতি হয়েছে।

উল্লেখ্য যে, এক মাস পূর্বেও গুলরান শহরের নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক ছিল। কয়েকদিন ধরে তালেবানরা সরকারি বাহিনীর সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। iqna

 

 

captcha