IQNA

সন্ত্রাসীদের হাত থেকে পুরাতত্ত্ব রক্ষ করল সিরিয়ার নিরাপত্তা বাহিনী

10:26 - June 27, 2019
সংবাদ: 2608782
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়া থেকে সন্ত্রাসীরা প্রাচীন শিল্পসমূহ চুরি করে বিদেশে পাচার করার পূর্বে সেদেশের নিরাপত্তা বাহিনী সেগুলো উদ্ধার করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সিরিয়ার নিরাপত্তা ডিভাইস সেদেশের উত্তরাঞ্চলীয় হোমস শহরের রিফে গোপন সংবাদের উপর ভিত্তি করে এক ক্লিয়ারিং অপারেশন চালিয়ে বেশ কিছু পুরাতত্ত্ব জব্দ ও উদ্ধার করেছে। সন্ত্রাসীরা এসকল প্রাচীন শিল্পসমূহ বিদেশে পাচার করতে চেয়েছিল।

সন্ত্রাসীরা প্রাচীন শিল্পসমূহ চুরি করার পর বিদেশে পাচার করার জন্য “আর-রাসতান” শহরের একটি বাড়ীতে সংরক্ষণ করেছিল।

বর্তমানে এসকল শিল্পসমূহ সিরিয়ার পুরাতত্ত্ব সংস্থায় ফিরিয়ে দেয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। iqna

 

 

captcha