IQNA

দুই দৃষ্টি প্রতিবন্ধী হাফেজকে সম্মাননা প্রদর্শন করলেন মিশরের গভর্নর

21:30 - July 04, 2019
সংবাদ: 2608831
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের আল শারকিয়ার গভর্নর উক্ত প্রদেশের দুই জন দৃষ্টি প্রতিবন্ধী হাফেজকে সম্মাননা প্রদর্শন করেছেন। এই দুই ভাই-বোন সম্পূর্ণ কুরআনের হাফেজ।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মিশরের আল শারকিয়া প্রদেশের গভর্নর মামদুহ গারাব তার নিজের অফিসে আহমাদ ও মারিয়াম ইব্রাহিম দাসুক্বী’কে আমন্ত্রণ জানিয়ে সম্পূর্ণ কুরআন হেফজ করার জন্য তাদেরকে সম্মাননা প্রদর্শন করেছেন।

দৃষ্টি প্রতিবন্ধী এই দুই ভাই-বোন আল শারকিয়া প্রদেশের “মানিয়াল কামাহ” মিনি টাউনের অদূরে “আল-জুদায়দাহ” গ্রামের নিবাসী।

মামদুহ গারাব এই দুই ভাই-বোনকে আল শারকিয়া প্রদেশের গভর্নোরেট ট্রফি এবং ব্রেইল বর্ণমালায় লিখিত বেশ কিছু বই তাদেরকে উপহার দেন।

এসময় আল শারকিয়ার গভর্নর প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও অল্প বয়সে সম্পূর্ণ কুরআন মুখস্থ করার জন্য এই দুই ভাই-বোনকে অভিনন্দন জানিয়ে বলেছেন: এই দুই বোন ও ভাই আমাদের সমাজের দুটি উজ্জ্বল নিদর্শন। iqna

দুই দৃষ্টি প্রতিবন্ধী হাফেজকে সম্মাননা প্রদর্শন করলেন মিশরের গভর্নর

 

 

 

captcha