IQNA

কুয়েতে পবিত্র কুরআনের অবমাননা

23:01 - July 09, 2019
সংবাদ: 2608869
আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের “আল-কাসুর” অজ্ঞাত এক ব্যক্তি “হারাম বিন মুলহান” মসজিদে প্রবেশ করে পবিত্র কুরআনের অবমাননা করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কুয়েতের “আল-কাসুর” অজ্ঞাত এক ব্যক্তি “হারাম বিন মুলহান” মসজিদে প্রবেশ করে পবিত্র কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে এই ঐশী গ্রন্থের অবমাননা করেছে। আর এর প্রতিবাদ জানিয়ে সেদেশের এক নাগরিক থানায় অভিযোগ করেছেন।

এই জঘন্য কাজটি ধর্মীয় অবমাননা হিসেবে পরিগণিত হয়। সেদেশের পুলিশ অবমানকারীকে খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে।

পবিত্র কুরআনের অবমাননার ঘটনা এটিই কুয়েতে প্রথম নয়। এরপূর্বেও ২০১৩ সালে কুয়েতের পূর্বাঞ্চলীয় হুলি প্রদেশের আস-সালামিয়া এলাকার “আল-খান্নাহ” ও “”আল-মাহনা” মসজিদে অজ্ঞাত ব্যক্তিরা প্রবেশ করে পবিত্র কুরআনের পাণ্ডুলিপিতে আগুন লাগিয়েছে। iqna

 

 

captcha