IQNA

লিবিয়ায় পালিয়েছে আবু বকর আল বাগদাদি

22:51 - July 15, 2019
1
সংবাদ: 2608904
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের ইসলামী সুপ্রিম কাউন্সিলের সিনিয়র সদস্য বলছেন, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নেতা আবু বকর আল বাগদাদি লিবিয়ায় লুকিয়ে আছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরাকের সাবেক অর্থমন্ত্রী ও ইসলামী সুপ্রিম কাউন্সিলের সিনিয়র সদস্য বাকের জাবার আল যোবায়ের ঘোষণা করেছেন: দায়েশ নিধনের জন্য ইরাকের সেনাবাহিনী “বিজয়ের ইচ্ছা” নামক বিশেষ অপারেশন চালিয়েছে। এই অপারেশন চলাকালীন সময়ে ঘোষণা করেছিলাম যে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের প্রদান আবু বকর আল বাগদাদি ইরাক থেকে পালিয়ে গিয়েছে। এখন এই বিষয়টি প্রমাণিত হয়েছে।

তিনি বলেন: আমাদের হাতে যে তথ্য এসেছে, তা থেকে বোঝা যায় যে আবু বকর আল বাগদাদি বর্তমানে লিবিয়ায় অবস্থান করছে। সেখান থেকে খুব শীঘ্রই বক্তৃতা পেশ করে ইরাকে তাদের নিষ্ক্রিয় নেটওয়ার্কগুলো সক্রিয় করার জন্য আহ্বান জানাবে।

বাকের জাবার আল যোবায়ের বলেন: এছাড়াও এই বক্তৃতার মাধ্যমে এই দলের সদস্যদের সামাররা ও তার আশেপাশের এলাকা এবং ইরাকের কেন্দ্রীয় শহর সহকারে উত্তরাঞ্চলে আত্মঘাতী হামলা চালানোর জন্য উদ্বুদ্ধ করতে পারে।

এছাড়াও তিনি মিশর, তিউনিশিয়া ও আফ্রিকার কিছু দেশে এই সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালাতে পারে বলে আশংকা করেছেন।

iqna

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
dphjelml
0
0
20
captcha