IQNA

রাশিয়ায় দায়েশের দুই সদস্য গ্রেফতার

20:36 - July 17, 2019
সংবাদ: 2608915
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দক্ষিণাঞ্চলে গোলাবারুদ ও অস্ত্র সহকারে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের দুই জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: রাশিয়ান ফেডারেল নিরাপত্তা পরিষেবা দায়েশ তথা আইএসের এই দুই সদস্যকে সেদেশে দক্ষিণাঞ্চলীয় “রুস্তভ” এলাকা থেকে গ্রেফতার করেছে।
এক বিবৃতিতে এই সংস্থা ঘোষণা করেছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা গাড়িতে করে সন্দেহভাজনদের অনুসরণ করছিল। এসময় একটি চেক পয়েন্টে পুলিশ থামতে বললে, পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। এরপর একটি বিস্ফোরক দ্রব্য গাড়ির ভিতর থেকে নিক্ষেপ করে। পুলিশের সাথে সংঘর্ষের ফলে গাড়ির ভিতরে থাকা সন্দেহভাজন নিহত হয়।
পরবর্তীতে রাশিয়ান পুলিশ গাড়ির ভিতর থেকে বোমা, বিস্ফোরক ডেটোনেটর এবং অস্ত্র সরঞ্জাম উদ্ধার করে।
এ ব্যাপারে তদন্ত করে পুলিশ রুস্তভ এলাকায় দায়েশের দুই সদস্যের সন্ধান পায় এবং তাদেরকে গ্রেফতার করে। রাশিয়ান গোয়েন্দা সেবা কর্মকর্তারা জানিয়েছেন, এই দুই ব্যক্তি পুলিশের উপর হামলা চালানোর পরিকল্পনা করেছিল। এছাড়াও তারা জনবহুল এলাকায় বোমা বিস্ফোরণের চেষ্টা করেছিল।   iqna

 

captcha