IQNA

কড়া সেনা পাহারায় জুম্মার নামাজ আদায় করলেন কাশ্মীরি মুসল্লিরা

21:52 - August 09, 2019
সংবাদ: 2609054
আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর জুড়ে দুই লাখ সেনা উপস্থিতি এবং কারফিউয়ের কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। কাশ্মীরের সবচেয়ে বড় জামা মসজিদ বন্ধ করে দেওয়া হলেও সেনা সদস্যদের কড়া পাহারাই আজ শুক্রবার জুম্মার নামাজ আদায় করেছে সেখানকার মুসল্লিরা।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ভারতীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, শুক্রবার জুমার নামাজ উপলক্ষে মানুষের চলাফেরায় দেয়া নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়। এএফপি, রয়টার্স আর বিবিসি বলছে, সেখানকার সাধারণ মানুষ কড়া নিরাপত্তা বেস্টনীর মধ্যে জুমার নামাজ আদায় করেছেন।

জুম্মার নামাজে মানুষকে অনুমতি দেওয়া হলেও আশপাশের মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে যেতে দেওয়া হচ্ছে না। অথচ সেখানকার জামা মসজিদে দূর-দূরান্ত থেকে সেখানে জুম্মার নামাজ আদায় করতে যায় মানুষ।

মোদি সরকারের মাস্টারে প্ল্যানের কাছে হেরে ভেতরে ভেতরে বিক্ষোভে ফুঁষে উঠেছে কাশ্মীর মানুষ। কারফিউ জারি থাকার কারণে সেখানে মানুষ সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ করতে পারছে না। এ ছাড়া সেখানকার সাবেক দুই মুখ্যমন্ত্রী এবং পাঁচ শতাধিক প্রভাবশালী স্থানীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে। এমটিনিউজ

captcha