IQNA

নিউজিল্যান্ডের সেই পুলিশ অফিসার এখন হজে

21:56 - August 09, 2019
সংবাদ: 2609055
আন্তর্জাতিক ডেস্ক : ভদ্রমহিলাকে নিশ্চয়ই চেনা চেনা লাগছে? জুমার নামাজের সময় মসজিদে সন্ত্রা'সী হামলায় অনেক মুসলমান হ'তাহ'ত হওয়ার পর পুরো নিউজিল্যান্ড মুসলমানদের পাশে দাঁড়িয়েছিল। প্রধানমন্ত্রী সমব্যথী হয়েছিলেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: স্থানীয় পুলিশ বিভাগ থেকে আয়োজন করা হয় এক শোকসভা। সেখানে পুলিশের ইউনিফর্ম পরা এক নারী পুলিশ অফিসারের আবেগমাখা বক্তব্য সবাইকে আপ্লুত করেছিল। বাষ্পরুদ্ধ কণ্ঠে তিনি সবাইকে অবাক করে দিয়ে বলছিলেন, ‘আমি অকল্যান্ড পুলিশের বিভাগীয় উপপ্রধান। এই অ্যাম প্রাউড অব এ মুসলিম’…।

হ্যাঁ ইনি সেই নায়লা হাসান। তিনি পাকিস্তানি বংশদ্ভুত নিউজিল্যান্ডের মুসলিম নাগরিক। সৌদি বাদশাহর আমন্ত্রণে নিউজিল্যান্ড থেকে আসা ওই ঘটনায় আ'হত-নি'হত পরিবারের ২০০ জন রাজকীয় অতিথির একজন তিনিও। তিনিও এবার জীবনের প্রথম হজ করছেন। আল্লাহ তার হজকে মাবরুর হিসেবে কবুল করুন।

হারামাইন শরিফাইনের অফিসিয়াল ওয়েব সাইট থেকে আলী হাসান

captcha