IQNA

মার্কিন ষড়যন্ত্র এবং ভুল পরিকল্পনার কারণে আঞ্চলিক এই সংকট: রুহানি

15:28 - September 16, 2019
সংবাদ: 2609249
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংকট মূলত আমেরিকার ষড়যন্ত্র এবং তাদের ভুল পরিকল্পনার কারণে তৈরি হয়েছে। তিনি আঞ্চলিক এই সংকট সমাধানের জন্য মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশগুলোকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: রোববার তুরস্কের উদ্দেশ্যে রাজধানী তেহরান ছাড়ার আগে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এ সফরে প্রেসিডেন্ট রুহানি রাশিয়া এবং তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

হাসান রুহানি জোর দিয়ে বলেন, “আমেরিকার ষড়যন্ত্র ও পরিকল্পনার কারণে যেহেতু এই সংকট সৃষ্টি হয়েছে সেজন্য আমরা বারবার বলেছি এবং এখনও বলছি যে, আঞ্চলিক দেশগুলোকে সংলাপের মাধ্যমে চলমান সংকটের সমাধান বের করতে হবে।”

ইরানের প্রেসিডেন্ট বলেন, “এ অঞ্চলে যদি সত্যিকার অর্থে নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হয় তাহলে অবশ্যই আমেরিকার আগ্রাসন এবং ইহুদিবাদী ইসরাইলের উস্কানিমূলক হস্তক্ষেপ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, অন্যথায় আমরা চলমান এই নিরাপত্তাহীনতা দেখতেই থাকব।”

প্রেসিডেন্ট রুহানি বলেন, দারিদ্র্যপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত যে যুদ্ধ চালাচ্ছে তাতে সর্বাত্মক সমর্থন দিচ্ছে আমেরিকা এবং ইসরাইলের অবৈধ সরকার। ইয়েমেনের দরিদ্র জনগণকে হত্যা করার জন্য তারা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে বিপুল পরিমাণ অস্ত্র দিয়েছে এবং এসব অস্ত্র ব্যবহার করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত প্রতিদিন ইয়েমেনের নাগরিকদের হত্যা করছে।  iqna

captcha