IQNA

সর্বশেষ মার্কিন নিষেধাজ্ঞায় নতুন কিছু নেই: ইরান

17:19 - September 21, 2019
সংবাদ: 2609265
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি আজ (শনিবার) বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন নয়া নিষেধাজ্ঞা নতুন কিছু নয় বরং পুরনো নিষেধাজ্ঞাকেই ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। ইরানের বিরুদ্ধে নয়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করার পর তিনি এ কথা বললেন।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ট্রাম্প গতকাল হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানের কেন্দ্রীয় ব্যাংক এবং জাতীয় উন্নয়ন তহবিলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিনীদেরকে এটা মেনে নিতে হবে যে তাদের নিষেধাজ্ঞার নীতি ব্যর্থ হয়েছে এবং হাতিয়ার হিসেবে নিষেধাজ্ঞার মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে আমেরিকার গ্রহণযোগ্যতা এখন ব্যাপকভাবে প্রশ্নের সম্মুখীন।

তিনি আরও বলেন, প্রথম দিকের নিষেধাজ্ঞার সময়ই তা মোকাবেলার পথ বের করে নিয়েছে তেহরান এবং নিজের সামর্থ্যকে কাজে লাগিয়ে ও মিত্র দেশগুলোর সহযোগিতায় ইরান উন্নয়ন ও সমৃদ্ধির পথে যাত্রা অব্যাহত রাখবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুসাভি আরও বলেছেন, বিশ্বের অনেক দেশ ইরানের বাজার এবং অর্থনীতিকে কাজে লাগাতে আগ্রহী। তিনি বলেন, আমরা স্বাধীনচেতা ও শান্তিকামী একটি জাতি এবং পারস্পরিক সম্মান প্রদর্শনে আগ্রহী দেশ ও জাতির সঙ্গে আমরা সম্পর্ককে স্বাগত জানাই।

তিনি বলেন, বিশ্বের সব দেশ ও জাতির উচিত নতুন এক আর্থ-বাণিজ্যিক ব্যবস্থার কথা চিন্তা করা যেখানে মার্কিন বিদ্বেষী পদক্ষেপের প্রভাব সর্বনিম্ন পর্যায়ে নেমে আসবে।  iqna

captcha