IQNA

সৌদি আরবে আরাফার এবং ঈদুল আযহার দিন ঘোষণা 

18:43 - May 28, 2025
সংবাদ: 3477452
ইকনা- সৌদি আরবের সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে যে, বার্ষিক হজযাত্রার সর্বোচ্চ স্থান আরাফাতে অবস্থানের সময় হবে ৫ জুন বৃহস্পতিবার এবং শুক্রবার, ৬ জুন ঈদুল আযহার দিন।
সৌদি আরবে আজ মঙ্গলবার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে দেশটিতে ১০ জিলহজ আগামী ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। দেশটির কর্তৃপক্ষ আজ এ ঘোষণা দিয়েছে। ঈদের আগের দিন ৫ জুন পবিত্র হজ পালিত হবে।
 
 
এ ছাড়া ওমানও আগামী ৬ জুন ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া একই দিন ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দেয়।
 
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঈদ উদ্‌যাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়ে থাকে। সে হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন (শনিবার) বাংলাদেশে ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে।
 
হজ তামাত্তু অনুষ্ঠান পালনের জন্য ইতিমধ্যেই দশ লক্ষেরও বেশি মানুষ সৌদি আরবে প্রবেশ করেছেন এবং আগামী সপ্তাহে মূল হজ অনুষ্ঠান শুরু হবে। হজযাত্রীর সংখ্যা দুই থেকে তিন লক্ষ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
captcha