IQNA

ইরানের কুরআন বিষয়ক কেন্দ্রের নতুন প্রধান নিয়োগ

21:55 - November 11, 2009
সংবাদ: 1848016
ইরানের সাংস্কৃতিক মন্ত্রী সাইয়্যেদ মোহাম্মদ হুসাইনী দেশটির সেন্টার ফর কো-অর্ডিনেশন, ডেভলপমেন্ট অ্যান্ড প্রমোশন অব কুরআনিক অ্যাক্টিভিটিজ এর নতুন প্রধান হিসেবে হুজ্জাতুল ইসলাম হামিদ মোহাম্মদিকে পরিচয় করিয়ে দেন।
সোমবার এক পরিচিতি অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী কেন্দ্রের আগের প্রধান মোহাম্মদ আলী খাজেপিরিকে শুভ বিদায় জানান এবং নতুন প্রধান হিসেবে জনাব মোহাম্মদীকে পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে বক্তৃতাকালে মন্ত্রী বলেন, কুরআন বিষয়ক কাজে বিশেষ করে সমাজে কুরআনের সংস্কৃতি তুলে ধরতে সরকার তার মন্ত্রণালয়কে খুবই গুরুত্বপূর্ণ ও অনেক বেশি কাজ দিয়েছে।
সেন্টার ফর কো-অর্ডিনেশন, ডেভলপমেন্ট অ্যান্ড প্রমোশন অব কুরআনিক অ্যাক্টিভিটিজ এর যাবতীয় কার্যক্রম সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে হয়। # 490224
captcha